"কার্পণ্য অথবা অবহেলা"
তাহিয়া শারমিন স্বর্ণা
আমার জন্য অপেক্ষা করার মতো
সময় তোমার কখনো ই ছিলো না!
অথচ রেইমন্ডে স্যুট বানাতে দিয়ে
দিব্যি অপেক্ষা করতে পারো
গুণে গুণে দুই সপ্তাহ!
আমার জন্যে অপেক্ষা করার মতো
সময় তোমার কখনো ই ছিলো না!
হেয়ার কাট স্যালুনে বসে নাকি
অপেক্ষা করো ঠিক ই ঘন্টার পর ঘন্টা!
এপ্রিলের কৃষ্ণচূড়া,জারুলেরা ফোটে আর ঝরে-
কখনো দু'হাত ধরে বলো নি-"চলো ফুল কুড়াই!"
দু'হাত ভরে শুধু সময় জমালে,
বুক পকেটে আমার প্রেমের চিঠি নিয়ে
হন্যে হয়ে ছুটলে অপ্রেমের পিছনে!
গেলো বছর, মনে পরে?
বাসন্তী এক ডুরে পাড়ের শাড়ি পড়ে
জানতে চেয়েছিলাম-"কেমন লাগছে বলো তো!"
উত্তরে হেসেছিলে সামাজিক হাসি,
ডিপ্লোম্যাসির চূড়ান্ত নমুনা দেখিয়ে বলেছিলে-
"আজ আসি,কাজ আছে,সময় বড় কম!"
বাড়ি ফিরতে ফিরতে ভাবছিলাম-
এতো সময় জমিয়ে-কুড়িয়ে
তুমি করছোটা কি!
এতো বছর পরে,সেদিন সেই এক ই
পথের মোড়ে তোমাকে দেখলাম!
সময়ের ভারে ভারক্লিষ্ট তুমি,
হাঁটছো ও কেমন দিকভ্রান্তের মতো!
যেন অলস পথিক-গন্তব্যে পৌঁছানোর
নেই কোনো তাড়াহুড়ো-
অথবা গন্তব্যের ছলে অগন্তব্য ই যার গন্তব্য এখন!
অথচ এক সময় আমার জন্য অপেক্ষা করার মতো
সময় তোমার একেবারেই ছিলো না!
তুমি ই কি সে?
কৃপণের মতো সময় জমিয়ে রেখে,
কোন কম্মোটা তোমার হয়েছে সারা?
শুনেছি সময়ের হাতেই বড় অসময়ে
বিপুল ভোটে পরাজিত হয়েছো!
আর আমি? প্রজাপতির মতোন করে
সুখ উড়ে বেড়ায় আমার ব্যালকনি জুড়ে!
চিরকালের ভালো লাগার বেতের চেয়ার পেতে
চায়ের কাপে পরিতৃপ্তির চুমুক দিতে দিতে
আমি তোমায় অসময়ের আঁধারে
মিলিয়ে যেতে দেখি!
সময় জার্নাল/এলআর